ঢাকা | বঙ্গাব্দ

মোদির রোড শোয়ের দিনে কলকাতায় ১৪৪ ধারা জারি

বিজেপি সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই রোড শো কোন পথে যাবে, প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা চূড়ান্ত করে ফেলেছে রাজ্য বিজেপি।
  • | ২৪ মে, ২০২৪
মোদির রোড শোয়ের দিনে কলকাতায় ১৪৪ ধারা জারি ১৪৪ ধারা জারি থাকবে দুই মাস

পশ্চিমবঙ্গের কলকাতা আগামী মঙ্গলবার (২৮ মে) থেকে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হচ্ছে। এই সংক্রান্ত এক নোটিশ জারি করে তেমনটাই জানালেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। ওই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় রোড শো করার কথা রয়েছে।

শুক্রবার (২৪ মে) স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইন এ খবর জানায়।

কলকাতার নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, ‘হিংসাত্মক কর্মসূচির ছক’ চলছে কলকাতায়। যার জেরে উত্তপ্ত হয়ে উঠতে পারে বৌবাজার থানা এবং হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকাগুলো। গণ্ডগোল হতে পারে ধর্মচতলা চত্বরেও। তাই এই দুই মাস কলকাতার রাস্তায় পাঁচ জন বা তার থেকে বেশি লোক জড়ো করা যাবে না বলেও সেই নোটিশে জানানো হয়েছে।

জারি করা নোটিশে বলা হয়েছে, আগামী ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত কলকাতায় ১৪৪ ধারা জারি থাকবে। যার ফলে কলকাতার রাস্তায় কোনো মিটিং, মিছিল, রোড শো বা অন্য কোনো জমায়েত করা যাবে না, ধর্নাতেও বসা যাবে না। এমনকি, পাঁচ জন বা তার থেকে বেশি মানুষ জমায়েত করলেই ব্যবস্থা নেবে পুলিশ।

এদিকে, যেদিন থেকে কলকাতায় ১৪৪ ধারা জারি হচ্ছে, ওই একই দিনে কলকাতায় রোড-শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বিজেপি সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই রোড শো কোন পথে যাবে, প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা চূড়ান্ত করে ফেলেছে রাজ্য বিজেপি। মোদির নিরাপত্তাসহ অন্যান্য দিক খতিয়ে দেখেই ঠিক হয়েছে যাত্রাপথ। শেষ মুহূর্তে কোনো রদবদল না হলে মঙ্গলবার (২৮ মে) স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে মোদির রোড শো শুরু হবে এবং শেষ হবে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে।

সূত্রটি আরও জানায়, উত্তর কলকাতায় বিধান সরণি এবং বিবেকানন্দ রোডের সংযোগস্থলে কাছেই স্বামী বিবেকানন্দের জন্মভিটে। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শুরু হবে মোদির যাত্রা। এরপরে বিধান সরণি দিয়েই মোদির রোড শো এগিয়ে যাবে শ্যামবাজারের দিকে। ডানদিকে হেদুয়া পার্ক, বামদিকে বেথুন কলেজ এবং স্কুলকে রেখে এগিয়ে যাবেন মোদি। এখানে ডানদিকে অভেদানন্দ রোড ধরে একটু গেলেই আরএসএসের রাজ্য সদর দফতর। তবে সে দিকে যাবে না মোদির রোড শো। বিধান সরণি ধরে সোজা এগিয়ে যাবে স্টার থিয়েটারের দিকে। হাতিবাগান হয়ে পাঁচ নম্বর রুটের ট্রামলাইন ধরে সোজা শ্যামবাজার।