ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিমান কিনে সামরিক শক্তি বাড়ানোর আহ্বান রিজভীর

সার্বভৌমত্ব রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি যুদ্ধবিমান কেনা ও সামরিক শক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ জুলাই, ২০২৫
যুদ্ধবিমান কিনে সামরিক শক্তি বাড়ানোর আহ্বান রিজভীর ছবি : সংগৃহীত।

সার্বভৌমত্ব রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি যুদ্ধবিমান কেনা ও সামরিক শক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৮ জুলাই) এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের ওপর অনেক সময় চাপ আসে। বোয়িং কেনা হচ্ছে ভারসাম্য রক্ষায়, কিন্তু যুদ্ধবিমান কেনা হচ্ছে না। আমরা শক্তিশালী হতে চাই, নতজানু নয়।”


তিনি বলেন, “দুই-তিনটি বোয়িং কিনুন, অসুবিধা নেই। কিন্তু যুদ্ধবিমানও কিনুন। সামরিক বাহিনী—স্থল, নৌ, বিমান—তিনটি শাখাই শক্তিশালী করতে হবে। এজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।”


ভারতের মুসলিম ও বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, তাঁকে তো ভারত পুশ-ইন করছে না। অথচ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুসলিম বাঙালিদের পুশ-ইন করছে।”


তিনি অভিযোগ করেন, “ভারত তাদের পছন্দমতো সরকার বাংলাদেশে চায়। এজন্যই পুশ-ইন, ট্রান্সশিপমেন্ট বন্ধ এসব ঘটছে। শেখ হাসিনা তাদের প্রতিভূ—তাই তাদের স্বার্থেই এসব করছে।”


রিজভী জানান, ভারত বাংলাদেশে সুতা পাঠাতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। জবাবে বাংলাদেশও সেই পণ্য আমদানি বন্ধ করেছে। তিনি বলেন, “সরকার বাপের বেটার মতো কাজ করেছে। আমাদের ব্যবসা কারও ওপর নির্ভরশীল হবে না। অন্যান্য দেশ থেকে তুলা এনে পোশাকশিল্প এগিয়ে নিতে হবে।”


thebgbd.com/NA