ঢাকা | বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন আফ্রিদি

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা যুবরাজ সিং এবং ক্রিস গেইলকে আগেই শুভেচ্ছাদূত ঘোষণা করেছিল আইসিসি। এবার সেই তালিকায় যুক্ত হলো শহীদ আফ্রিদির নাম।
  • | ২৫ মে, ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন আফ্রিদি শহীদ আফ্রিদি

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা যুবরাজ সিং এবং ক্রিস গেইলকে আগেই শুভেচ্ছাদূত ঘোষণা করেছিল আইসিসি। এবার সেই তালিকায় যুক্ত হলো শহীদ আফ্রিদির নাম। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানি তারকার নাম ঘোষণা করেছে আইসিসি।


২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন আফ্রিদি। সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই তারকা। এর আগের বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেছেন আফ্রিদি।


২০০৭ সালের বিশ্বকাপে অল্পের জন্য শিরোপা ছোঁয়া হয়নি পাকিস্তানের। ফাইনালে ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয় তাদের। তবে দল ফাইনালে হারলেও আফ্রিদি অসাধারণ পারফরম্যান্স করেছেন।

ব্যাট হাতে ১৯৭ স্ট্রাইক রেটে করেছিলেন ৯১ রান, আর বল হাতে নেন ১২ উইকেট। দলকে বিশ্বকাপ না জেতাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার।