ঢাকা | বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষ, মেট্রোরেলের পিলারে ধাক্কা

আগারগাঁও মোড়ে বাস ও মাটি ভর্তি ড্রাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে ড্রাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা দেয়।
  • | ২৫ মে, ২০২৪
বাস-ট্রাক সংঘর্ষ, মেট্রোরেলের পিলারে ধাক্কা মেট্রোরেলের পিলারে ধাক্কা দেয়া ড্রাম্প ট্রাক

 আগারগাঁও মোড়ে বাস ও মাটি ভর্তি ড্রাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে ড্রাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। শুক্রবার (২৫ মে) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদী সুফল জানান, রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শাহ ফতেহ আলী ও মাটি ভর্তি ড্রাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কেউ নিহত হয়নি।


তবে বাসটির চালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাসায় ফিরেছেন। 


তিনি আরও বলেন, ড্রাম্প ট্রাকটির সামনের অংশ মেট্রোরেলের ১৬৪ নম্বর পিলারে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।


এতে মেট্রোরেলের পিলার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্ধারণ করবে মেট্রোরেল কর্তৃপক্ষ।