ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

সমুদ্রের গভীর নিম্নচাপটি আজ শনিবার (২৫ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে।
  • | ২৫ মে, ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সংগৃহীত

সমুদ্রের গভীর নিম্নচাপটি আজ শনিবার (২৫ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। রোববার (২৬ মে) ভোর নাগাদ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলে আঘাত হানতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।



এ  অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  


এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ২৬ মে রোববার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।