মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারসেরা স্পেলের দিনে যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকাতে পেরেছে বাংলাদেশ। ফিজ মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
টি-টোয়েন্টিতে মুস্তাফিজের আগের সেরা স্পেলটি ছিল ২২ রানে ৫ উইকেট শিকার। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আগের সব পারফরম্যান্সকে ছাড়িয়ে গেলেন তিনি।
আজ শনিবার (২৫ মে) ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। এরপর মুস্তাফিজ ও রিশাদ হোসেনের কিপটে বোলিংয়ে ইনিংসের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৪ রান করতে পেরেছে তারা, হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের দরকার ১০৫ রান।
সাকিব আল হাসান ভাঙেন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী জুটি। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি আন্দ্রিস গোসকে সৌম্য সরকারের ক্যাচ বানান। দেশের জার্সিতে তিন ফরম্যাটে এটা সাকিবের ৭০০তম উইকেট। এ ম্যাচ খেলতে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা ছিল ১৪৫। টেস্টে ২৩৭টি ও ওয়ানডেতে ৩১৭ উইকেট নিয়েছেন তিনি।
সাকিবের পরেই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভার করতে এসে কোনো রান না দিয়েই শায়ান জাহাঙ্গিরকে তুলে নেন তিনি। জাহাঙ্গির ২০ বলে করেন ১৮ রান। গোস ১৫ বলে করেছিলেন ২৭ রান। মুস্তাফিজের কিপটে বোলিংয়ের যাত্রায় যোগ দেন রিশাদ হোসেনও। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে মেডেন আদায় করেন রিশাদ। তাদের দুজনের কিপটে বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে চেপে ধরে বাংলাদেশ।
মুস্তাফিজ সফল হন নিজের দ্বিতীয় ওভার করতে এসেও। এ ওভারে ১ রান খরচায় তিনি তুলে নেন নিতিশ কুমারের উইকেট। নিতিশ ৯ বলে করেন ৩ রান। প্রথম ২ ওভারে ১৯ রান খরচ করা তানজিম সাকিব শিকার করেন ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোনসের উইকেট। জোনস ২ রান করে ক্যাচ দেন রিশাদ হোসেনের হাতে।
এরপর আর কোমর সোজা করে দাঁড়াতেপারেনি স্বাগতিক দল।