ষড়যন্ত্রকারীদের প্রতিবিপ্লবের যেকোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দ্রুত জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে তার কবরে ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে মিথ্যা বানোয়াট প্রোপাগাণ্ডা চালাচ্ছে। বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।