ভারতে ভয়েস চেঞ্জিং অ্যাপে কণ্ঠস্বর পাল্টে কলেজছাত্রীদের ধর্ষণের অভিযোগ উঠেছে ব্রজেশ প্রজাপতি (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবরে বলা হয়, এই ঘটনা মধ্যপ্রদেশের সিধি জেলার। এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের হয়েছে। প্রত্যেকটি ঘটনা ঘটেছে এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত।
তদন্তে পুলিশ জানতে পেরেছে ভয়েস চেঞ্জিং অ্যাপে নিজের কণ্ঠস্বর পাল্টে ছাত্রীদের টার্গেট করতেন ব্রজেশ। নারীদের কণ্ঠে তিনি যোগাযোগ করতেন ছাত্রীদের সঙ্গে।
সিধির পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত ব্রজেশ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, চারজন নারী ব্রজেশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তিনি (ব্রজেশ) নিজে আরও তিনজনকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, পেশায় দিনমজুর ব্রজেশ ইউটিউব দেখে শেখেন অ্যাপের মাধ্যমে কণ্ঠস্বর পাল্টানোর প্রক্রিয়া। তারপর নকল কণ্ঠস্বরে কথা বলে ছাত্রীদের নির্জন কোনও জায়গায় ডাকতেন। এ সময় স্কলারশিপ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। এভাবে একবার ফোনে অধ্যাপিকা, আর একবার ছাত্রীদের সামনে অধ্যাপিকার ছেলে হিসেবে পরিচয় দিতেন ব্রজেশ। স্কলারশিপ এবং নানারকম সরকারি প্রকল্পের প্রলোভন দেখিয়ে টার্গেট করতেন ছাত্রীদের।