ঢাকা | বঙ্গাব্দ

হজ করতে সৌদি পৌঁছেছে ৪৫ হাজার ৪৩ জন হজযাত্রী

পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৫ হাজার ৪৩ জন হজযাত্রী।
  • | ২৭ মে, ২০২৪
হজ করতে সৌদি পৌঁছেছে ৪৫ হাজার ৪৩ জন হজযাত্রী সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৫ হাজার ৪৩ জন হজযাত্রী। ১১৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪১ হাজার ২৯৬ জন।


আজ সোমবার (২৭ মে) হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।


বাংলাদেশ থেকে ১১৩টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৩টি, সৌদি এয়ারলাইনসের ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৪টি ফ্লাইট পরিচালনা করে।


এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ।


উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে চার হাজার ৩২৩ জন আর বেসরকারিভাবে ৭৮ হাজার ৮৯৫ জন হজে যাবেন। এসব হজযাত্রীর সঙ্গে গাইড হিসেবে যাবেন এক হাজার ৮৯৯ জন।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।