ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের। মৃত্যু হয়েছে বন্যপ্রাণীর। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে গোটা সুন্দরবন।
গত রোববার (২৬ মে) শুরু হওয়া ঝড়ো বাতাস চলেছে সোমবার (২৭ মে) সন্ধ্যা পর্যন্ত। সেই সঙ্গে হয়েছে টানা ২৪ ঘণ্টার বৃষ্টি। একটানা বৃষ্টি ও ঝড়ে প্রাণ গেছে বন্যপ্রাণীদের। উপড়ে গেছে বহু গাছপালা। ভেঙে গেছে বনবিভাগের বেশ কয়েকটি অফিসসহ টহলবোট।
জোয়ারের পানি ৬ থেকে ৮ ফুট বৃদ্ধি পাওয়াতে তলিয়ে গেছে গোটা সুন্দরবন। বনের ভেতরে মিঠা পানির পুকুর গুলো তলিয়ে গেছে লোনা পানিতে। পুকুরে লবন পানি ডুকে যাওয়ায় বাঘ, হরিণসহ বন্যপ্রাণীরা পড়েছে সুপেয় পানির সংকটে।
এরমধ্যে সোমবার বিকেলে বনের খালের চরে পাওয়া গেছে মৃত হরিণ।
ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুন্দরবনের একমাত্র করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো।
সেখানে দায়িত্বরত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, 'ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখানকার পর্যটক চলাচলের কাঠের পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে তছনছ হয়েছে অসংখ্য গাছপালা। তবে পুরো সুন্দরবনের গাছপালাসহ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব না।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহম্মদ নূরুল করিম জানান, আবহওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের গাছপালাসহ বন্যপ্রাণীর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে জানানো সম্ভব নয়। তবে বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতিহয়েছে এটা নিশ্চিত।