ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলের বিমান হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করে।
তাদের সমর্থন করেছে স্লোভেনিয়া। কূটনীতিকরা জানিয়েছেন, এই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।
রাফায় ইসরায়েলের বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ওই হামলায় ৪৫ জন মারা গেছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। যারা রাফাহতে আশ্রয় নেন তাদের শিবির এই হামলা চালানো হয়।
অবশ্য হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা, জার্মানি, ইইউসহ কয়েকটি দেশ।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস এই বিমান হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘নিরপরাধ বেসামরিক মানুষরা সেখানে আশ্রয় নেন, তাদের ওপর ইসরায়েলের এই হামলার নিন্দা করছি। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এই আতঙ্ক শেষ হওয়া উচিত।’
জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ফলকার তুর্ক বলেছেন, ‘ওই শিবিরে হামলা হওয়ার পর যে ছবি সামনে এসেছে, তা ভয়ঙ্কর। ইসরায়েল যেভাবে যুদ্ধ করছে, তাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। রোববারের বিমান হামলা একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই।’
তিনি জানিয়েছেন, ‘ইসরায়েলের প্রতি আবেদন জানাচ্ছি, তারা যেন আইসিজের নির্দেশ মেনে রাফাহতে আক্রমণ বন্ধ করে। দুই পক্ষের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত।’