ঢাকা | বঙ্গাব্দ

৩০ কোটির নোটিশের ফয়সালা করলো শিল্পী সমিতি, মিলে গেলেন দুই নায়িকা

শিল্পী সমিতির মাধ্যমে এক হলেন চিত্রনায়িকা তমা মির্জা ও মিষ্টি জান্নাত।
  • | ২৮ মে, ২০২৪
৩০ কোটির নোটিশের ফয়সালা করলো শিল্পী সমিতি, মিলে গেলেন দুই নায়িকা শিল্পী সমিতির মিটিং এর পর ডিএ তায়েব, মিষ্টি জান্নাত, তমা মির্জা ও মিশা সওদাগর

ঘটনাটা স্যোশাল মিডিয়া থেকে গড়িয়েছিলেন আইনজীবি অবধি। একে অপরকে দিয়েছিলেন আইনি নোটিশও। শেষমেষ শিল্পী সমিতির মাধ্যমে এক হলেন চিত্রনায়িকা তমা মির্জা ও মিষ্টি জান্নাত।

মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে বৃহস্পতিবার (২৩ মে) ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ অভিনেত্রী তমা মির্জা।

মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে গেল বৃহস্পতিবার (২৩ মে) ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ অভিনেত্রী তমা মির্জা।

মিষ্টি জান্নাতও হাঁটেন একই পথে। মানহানির অভিযোগ এনে তিনিও তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠান। গেল সোমবার (২৭ মে) তমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয়।

তারা দুজন দুজনকে নিয়ে নানা ধরণের ট্রল ও মিম করতে থাকেন। ওইসময়ই বিষয়টি নজরে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির।
আজ মঙ্গলবার (২৮ মে) সভাপতি মিশা সওদাগরের সভাপতিত্বে শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে নিয়ে বৈঠক হয়। সেখানে দুই নায়িকার দ্বন্দ্বের মিমাংসা করা হয়।

এ সময় শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব বলেন, ‘তমা-মিষ্টির মধ্যে ভিন্ন মতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। এই মনোমালিন্য দূর করতে তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হন। পরে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে ও কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু মীমাংসা হয়।'

নিজেদের দ্বন্দ্ব ভুলে এদিন তমা বলেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে আমাদের দুইজনের সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করেছি।’

তমার সঙ্গে সুর মিলিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সাথে নিয়ে সমঝোতা করলাম।’

দুই নায়িকার দ্বন্দ্ব সমাধানে বড় ভূমিকা পালন করেছেন অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘তমা মির্জা ও মিষ্টি জান্নাত দুজনেই বুঝতে পেরেছে বিষয়টি করা উচিৎ হয়নি। মধ্যস্থতাকারী হিসেবে আজ শিল্পী সমিতি তাদের বিষয়টি সমাধান করেছে। দিন শেষে আমরা সবাই শিল্পী। আমরা এক পরিবারের সদস্য। সবাই আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারাটাই সবচেয়ে বড় বিষয়।’