ঢাকা | বঙ্গাব্দ

হাত-পা বেঁধে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় সজীব মিয়া (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
  • | ২৯ মে, ২০২৪
হাত-পা বেঁধে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় সজীব মিয়া (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার (২৮ মে) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 


দণ্ডপ্রাপ্ত সজীব সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। 


আদালতের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘২০১৭ সালে ভুক্তভোগীর বয়স ছিল ১৫ বছর। সে তখন একটি পোশাক কারখানায় চাকরি করত। পরিবারের অন্য সদস্যরাও ওই কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত সজীব ও ভুক্তভোগীর পরিবার পাশাপাশি বসবাস করত।


ঘটনার দিন সকালে ভুক্তভোগী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে রেখে কর্মস্থলে চলে যায়। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে সজীব ঘরের ভেতরে প্রবেশ করে এবং ভুক্তভোগীর হাত পা বেঁধে ধর্ষণ করে।


তিনি আরও জানান, 

ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগীর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।