ঠাকুরগাঁওয়ে তাসের বান্ডিল ও নগদ টাকাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজারে নারায়ন চন্দ্র দাসের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন দক্ষিণ ঠাকুরগাঁওয়ের মৃত ধনেশ্বর চন্দ্র দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (৪৮), মোহাম্মদ আলীর ছেলে মকবুল হোসেন (৩৬), মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫), শহরের কলেজপাড়া এলাকার মৃত হাবিবের ছেলে জব্বার হোসেন (৫২) ও একই এলাকার মৃত ওয়াখিল উদ্দীনের ছেলে সেলিম (৫২)।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসার (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ এ বিষয়ে জানান, গতকাল বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজারে নারায়ন চন্দ্র দাসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় যোগসাজশে জুয়া খেলার অপরাধে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় দুটি ডন তাসের খোলা বান্ডিল, একটি ধূসর রঙের প্লাস্টিকের চটের বস্তা, একটি সাদা রঙ্গের খেলার হিসাব নিকাশের খাতা ও নগদ এক হাজার একশত পঞ্চাশ টাকা জব্দ করা হয়।