ঢাকা | বঙ্গাব্দ

১১ জন সেরাটা দিলে যে কোনো দলকে হারাতে পারি : সাকিব

বিশ্বকাপ উপলক্ষ্যে বিসিবির নিয়মিত আয়োজন গ্রিন রেড স্টোরিতে আজ প্রকাশিত হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের সাক্ষাৎকার।
  • | ৩০ মে, ২০২৪
১১ জন সেরাটা দিলে যে কোনো দলকে হারাতে পারি : সাকিব তানজিম হাসান সাকিব

বিশ্বকাপ উপলক্ষ্যে বিসিবির নিয়মিত আয়োজন গ্রিন রেড স্টোরিতে আজ প্রকাশিত হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের সাক্ষাৎকার। ২০২০ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তানজিম হাসান সাকিব। তবে জাতীয় দলের হয়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলতে গেছেন তিনি।



গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল এই পেসারের। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে অভিষেকে তিলক ভার্মাকে বোল্ড করে এসেছিলেন নজরে। এরপর থেকেই রয়েছেন জাতীয় দলের সঙ্গে, খেলছেন নিয়মিত। আগ্রাসী মনোভাব আর উইকেট শিকারের সহজাত ক্ষমতা তাকে নিয়ে উচ্চাশা বাড়িয়েছে। 



আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার দলে রয়েছেন সাকিব। শেষ সময়ে দলে এসেছিলেন জুনিয়ার সাকিব।



জাতীয় দলের হয়ে বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা স্বপ্নের মতো তানজিম সাকিবের কাছে। 'প্রত্যেক খেলোয়াড়েরই একটা স্বপ্ন থাকে যে বিশ্ব ক্রিকেটে নিজের দেশের হয়ে খেলবে। বিশ্বকাপ স্কোয়াডে আমি আছি এটা অবশ্যই স্বপ্নের মতো। আমি যখন থেকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি তখন থেকেই টার্গেট ছিল যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো।'



তানজিম নিজের বোলিং নিয়ে বলেন, 'পেস বোলার হিসেবে আমার হাইট ছয় ফিট না। তাই অবশ্যই আমার আলাদা স্কিল থাকা লাগবে। আমি বলটা স্কিট ও কাট করানোর চেষ্টা করি।'



সুযোগ পেলে পারফরম্যান্স দিয়ে দলকে জেতাতে চান ২১ বছর বয়সী এই পেসার। 'সবাই লক্ষ্য রাখে যে আমি বিশ্বকাপে খেলবো এবং ওইখানে নিজের সেরাটা দিতে পারি। খেলার সুযোগ পেলে পারফম্যান্সের মাধ্যমে যেন আমার দলকে বিজয় এনে দিতে পারি।'



তানজিম সাকিবের মতে নিজেদের দিনে যে কোন দলকে হারাতে পারে বাংলাদেশ। 'খুবই আত্মবিশ্বাসী আমাদের দলকে নিয়ে। আমাদের দল মানসিকভাবে খুবই শক্তিশালী। আমরা চাইলে যে কোন দলকে হারাতে পারি। আমাদের এগারো জন যদি ওইদিন মাঠে নিজের সেরাটা দিতে পারে, কোন দল ব্যাপার না ইনশাআল্লাহ। আমরা যে কোন দলকে হারানোর মত দ্ক্ষতা রাখি।'



নিজের ব্যাটিং নিয়েও কথা বলেন, 'লোয়ার অর্ডারে যখন আমি ব্যাটিংয়ে নামি, দল যেটা আশা করে সেটা দিতে পারতেছি কিনা। আমি যখনই নামি পরিস্থিতি বুঝে ব্যাটিং করি এবং আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।'