ঢাকা | বঙ্গাব্দ

সড়ক এবং মহাসড়কে পশুর হাট বসানো যাবে না

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো যাবে না।
  • | ৩০ মে, ২০২৪
সড়ক এবং মহাসড়কে পশুর হাট বসানো যাবে না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। 


আজ বৃহস্পতিবার (৩০ মে) কুরবানির ঈদ ঘিরে পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এই কথা বলেন।


মো. তাজুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে পশুুর হাট বসানো যাবে না। স্বাভাবিক যানচলাচল ব্যহত করে পশুর হাট হলে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।


তিনি আরও বলেন, এছাড়া গাবতলিতে ও আমিন বাজারে সড়কে পশুর হাট বসানো যাবে না। এবারও কুরবানির ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে ২ সিটি করপোরেশন।