অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক ৫৩ পেরিয়ে ৫৪ বছরে পা দিলেন। চলতি বছরে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন এই অভিনেতা। শ্রীময়ী চট্টরাজের সঙ্গে নিজের নতুন সংসার চলছে আনন্দময়।
ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর থেকেই কোনও না কোনও অনুষ্ঠান লেগেই থাকে এই নব দম্পতির বাড়িতে। গতকাল ৫ মে ছিল অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন।
ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে কাঞ্চন মল্লিক বলেন, ‘শ্রীময়ী জীবনে আসার পর থেকে বেশ কিছু বদল ঘটেছে। অবশ্য, সে সবই ইতিবাচক বদল। স্ত্রীর জোরাজুরিতেই কাল রাতে কেক কাটা হয়। যদিও এ সব নিয়ম খুব একটা যে ভাল লাগে, তেমন নয়। সবটাই করা স্ত্রীর মুখ চেয়ে। এ দিনটা বাড়িতেই ছিলাম। প্রচার থেকেও ছুটি নিয়েছি।
কাঞ্চন আরো বলেন, ‘আমার জন্মদিনে শ্রীময়ী নিজের হাতে ইলিশ আর ভেটকি রান্না করেছে আমার জন্য। সেটাই বড় পাওয়া। শ্রীময়ীর বাবা-মা ও আমার দাদা-বৌদিসহ পরিবারের সঙ্গেই পুরো সময় কাটিয়েছি।