ঢাকা | বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৫২ হাজার হজযাত্রী

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫২ হাজার ২৩৯ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ১৩৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন।
  • | ৩০ মে, ২০২৪
সৌদি পৌঁছেছেন ৫২ হাজার হজযাত্রী ফাইল ছবি

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫২ হাজার ২৩৯ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ১৩৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ বৃহস্পতিবার (৩০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 


বুলেটিনের তথ্য মতে, আজ ৩০ মে বৃহস্পতিবার ভোরে ৩টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি গেছে। এছাড়া আজ আরও ৭৬৩ জন হজযাত্রীকে নিয়ে ২টি ফ্লাইট সৌদি যাবে।


চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


 গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।