ঢাকা | বঙ্গাব্দ

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই: শি জিনপিং

যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন কার্যক্রমে অংশগ্রহণের কথাও জানিয়েছেন শি। তিনি গাজায় জরুরিভিত্তিতে আরও ৬ কোটি ৯০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
  • | ৩০ মে, ২০২৪
দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই: শি জিনপিং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা ও গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুদ্ধ অনন্তকাল চলতে পারে না। ন্যায়বিচার চিরদিনের জন্য অনুপস্থিত থাকতে পারে না। আমাদেরকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথেই এগিয়ে যেতে হবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

আজ বৃহস্পতিবার (৩০ মে) চীনের রাজধানী বেইজিংয়ে চায়না-আরব স্টেটস কোঅপারেশন ফোরামের (সিএএসসিএফ) উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় চীনের রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সিএএসসিএফের উদ্বোধনী অনুষ্ঠানে বাহরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধান এবং আরব লীগের অন্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শি জিনপিং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে গাজা-ইসরায়েল যুদ্ধ বন্ধে আরও কার্যকর শান্তি সম্মেলন আয়োজনের আহ্বান জানান।

তিনি বলেন, অশান্ত বিশ্বে পারস্পরিক শ্রদ্ধা-সম্প্রীতিতে বসবাসের উপায়। ন্যায়পরায়ণতা ও সুবিচার দীর্ঘস্থায়ী নিরাপত্তার ভিত্তি।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে আসছে বেইজিং। একই সঙ্গে শিগগির যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করারও আহ্বান জানাচ্ছে দেশটি। আরব দেশগুলো চীনের এসব আহ্বানের সঙ্গে সম্পূর্ণ একমত।

এছাড়া চীন মধ্যপ্রাচ্যে নিজের কূটনৈতিক প্রভাব ক্রমেই বাড়াচ্ছে। তারই অংশ হিসেবে চীনের মাটিতে গত এপ্রিলে ফিলিস্তিনের দীর্ঘদিনের শত্রু হামাস ও ফাতাহের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে প্রথমবারের মতো একটি বৈঠকের আয়োজন করে দেশটি।

গাজায় মানবিক সহায়তা ও যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন কার্যক্রমে অংশগ্রহণের কথাও জানিয়েছেন শি। তিনি গাজায় জরুরিভিত্তিতে আরও ৬ কোটি ৯০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি আরব দেশগুলোর সঙ্গে তেল ও গ্যাস ক্ষেত্রসহ নানা খাতে সহযোগিতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন শি। এসব দেশে বড় ধরনের বিনিয়োগের কথাও জানিয়েছেন তিনি।