ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন এয়ারলাইনসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের মামলা

বুধবার এক যৌথ বিবৃতিতে অভিযোগকারীরা বলেন, আমরা কালো হওয়ায় আমেরিকান এয়ারলাইনস আমাদের আলাদা করেছে, আমাদের বিব্রত এবং আমাদের অপমান করেছে।
  • | ৩০ মে, ২০২৪
মার্কিন এয়ারলাইনসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের মামলা টেক্সাসভিত্তিক এয়ারলাইনসটি বলেছে, তারা বিষয়টি তদন্ত করছে

আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে মামলা করেছেন তিনজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি। তাদের অভিযোগ, শরীরে দুর্গন্ধের অভিযোগ এনে তাদেরসহ মোট ৫ জনকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। খবর বিবিসির।

যে তিন ব্যক্তি অভিযোগ করেছেন তারা হলেন— অ্যালভিন জ্যাকসন, ইমানুয়েল জিন জোসেফ ও জেভিয়ার ভেল।

অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স থেকে নিউইয়র্কগামী বিমানে গত ৫ জানুয়ারি ঘটে এ ঘটনা। এই তিনজনসহ আরও যে কৃষ্ণাঙ্গ যাত্রীরা বর্ণবাদের শিকার হয়েছেন তারা একসঙ্গেও বসেননি এবং কেউ কাউকে চিনতেন না। কিন্তু সেই ফ্লাইটের প্রত্যেক কৃষ্ণাঙ্গ যাত্রীকে তাদের আসন থেকে তুলে বের করে দেওয়া হয়।

বুধবার এক যৌথ বিবৃতিতে অভিযোগকারীরা বলেন, আমরা কালো হওয়ায় আমেরিকান এয়ারলাইনস আমাদের আলাদা করেছে, আমাদের বিব্রত এবং আমাদের অপমান করেছে।

তবে টেক্সাসভিত্তিক এয়ারলাইনসটি বলেছে, তারা বিষয়টি তদন্ত করছে। কারণ অভিযোগগুলো তাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ঘটনায় অ্যালভিন জ্যাকসন, ইমানুয়েল জিন জোসেফ ও জেভিয়ার ভেলের পক্ষে পক্ষে মামলা করেছে পরামর্শক গ্রুপ পাবলিক সিটিজেন। গ্রুপটি বলেছে, ওই ব্যক্তিরা ফ্লাইটে আসন গ্রহণ করেন। ফিনিক্স ছাড়ার আগমুহূর্তে ফ্লাইট অ্যাটেনডেন্ট তাদের প্রত্যেকের দিকে এগিয়ে যান ও উড়োজাহাজ থেকে বেরিয়ে যেতে বলেন।

উড়োজাহাজ থেকে নেমে যাওয়ার সময় এ তিনজনকে এয়ারলাইনস কর্তৃপক্ষের একজন প্রতিনিধি জানান, একজন শ্বেতাঙ্গ ফ্লাইট অ্যাটেনডেন্ট অভিযোগ করেছেন, যাত্রীদের মধ্যে কারও শরীর থেকে বাজে গন্ধ বের হচ্ছে। আর এ অভিযোগের কারণে তাদের বের করে দেওয়া হচ্ছে।