চলতি বছরের শুরুতেই গুঞ্জন উঠেছিল অর্জুন কাপুর ও মালাইকা আরোরার ও দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে! সেই খবর প্রকাশ্যে আসতেই হইচই পরে গিয়েছিল বলি পাড়ায়। এবার ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলাকে মালাইকা-অর্জুন জুটির এক ঘনিষ্ঠ সূত্র জনিয়েছেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান আজও অটুট অর্জুন-মালাইকার। সেই কারণেই বিচ্ছেদ নিয়ে কোনওভাবেই প্রকাশ্যে মুখ খুলবেন না তারা।
সূত্রটি জানাচ্ছে, ‘অর্জুন-মালাইকার সম্পর্কটা খুব বিশেষ। পরস্পরের হৃদয়ে একটা বিশেষ জায়গায় আজও রয়েছেন তারা। তবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে, এবং এই ব্যাপারে সম্মানের সঙ্গে নীরবতা বজায় রাখতে চান তারা। এই সম্পর্কে কাদা ছেঁটানোর অধিকার কাউকে দিতে নারাজ তারা’।
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী মালাইকার এটিই প্রথম বিচ্ছেদ নয়। এর আগে ২০১৭ সালে ১৮ বছরের সংসারের ইতি টেনে বিচ্ছেদ ঘটে আরবাজ খান ও মালাইকার। এর কয়েক বছর পর নতুন প্রেমের ছোঁয়া লাগে মালাইকার। বয়সে ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে শুরু করেন প্রেম। তখন গুঞ্জন ওঠে, অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা।
গত বছরের মাঝামাঝি সময়েও বলিপাড়ায় অর্জুন-মালাইকা বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। মূলত অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজমাধ্যমের পাতায় ‘আনফলো’ পর্যন্ত করে দেন মালাইকা। তাতেই শুরু হয় জল্পনা। শোনা যায়, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে নিজের বৌমা করতে মোটেই রাজি নন বনি কাপুর। তবে কি এই কারণেই পথ আলাদা হলো ৫০ বছর বয়সী মালাইকা ও ৩৮ বছর বয়সী অর্জুনের! – পিঙ্কভিলা