উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। স্প্যানিশ লা লিগার রিয়াল রেকর্ড ১৫ বার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেও জার্মান বুন্দেসলিগার ডর্টমুন্ড নামবে দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে। ২৭ বছর আগে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং বরুশিয়া ডর্টমুন্ড। ফাইনালে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল। তার আগে দেখে নেয়া যাক দু’দলের পরিসংখ্যান কী বলছে।
রিয়াল ও ডর্টমুন্ড এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা ভারি লস ব্লাঙ্কোসদের। রিয়ালের ছয় জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় কেবল তিনটিতে। বাকি ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে ১৯৯৭-৯৮ মৌসুমে দু'দলের প্রথম সাক্ষাত হয়েছিল। সেমিফাইনালের সেই ম্যাচে বার্নাব্যুতে প্রথম লেগে ২-০তে জয় পেয়েছিল রিয়াল। ফিরতি লেগে ড্র করে দেয় আসরে জার্মান ক্লাবটিকে বিদায় করে স্প্যানিশ দলটি।
২০০২-০৩ মৌসুমে গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল তারা, মাদ্রিদে স্বাগতিকদের কাছে ২-১এ হার এবং ডর্টমুন্ডে ১-১ গোলে শেষ হয়েছিল লড়াই। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল রিয়াল।
২০১২-১৩ মৌসুমে গ্রুপপর্বের পর সেমিফাইনালেও দেখা হয়েছিল রিয়াল-বরুশিয়ার। গ্রুপপর্বে জার্মানিতে স্বাগতিকদের কাছে ২-১এ হার ও স্পেনে ২-২ গোলে ড্র করার পর সেমিফাইনালে মুখোমুখি হয় দুদল। এবার অবশ্য জার্মান তারকা মার্কো রয়েসদের সঙ্গে পেরে ওঠেনি রিয়াল। ২০১৩-১৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে আগের মৌসুমে হারের শোধ নেয় রিয়াল।
২০১৬-১৭ মৌসুমে দুদল ২-২ গোলে ড্র করেছিল এবং ২০১৭-১৮ মৌসুমে লস ব্লাঙ্কোসদের ব্যাক-টু-ব্যাক জয়, ডর্টমুন্ডে ৩-১ এবং বার্নাব্যুতে ৩-২ গোলে জিতেছিল ক্রিস্টিয়ানো রোনালদো-বেলদের দল।
বরুশিয়া চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পৌঁছালেও সদ্য শেষ হওয়া বুন্দেসলিগায় তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। পয়েন্ট টেবিলের পাঁচে থেকে কোনরকমে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে জার্মান কোচ এডিন টেরজিচের দল। অন্যদিকে লিগ শিরোপা জয়ের মধ্যে দিয়ে মৌসুম শেষ করেছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির রিয়াল।