সৌদি প্রো লিগের শিরোপা আগেই জিতে নিয়েছে আল হিলাল। দুইয়ে থেকে লিগের খেলা শেষ করলেও আল নাসের স্বপ্ন দেখছিল কিংস কাপ জেতার। টুর্নামেন্টের ফাইনালে পেরে ওঠেনি সেই আল হিলালের সঙ্গেই। ম্যাচ শেষ হতেই মাঠে মুখ লুকান ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুক্ষণ পর মাঠেই শুয়ে পড়লেন। দুই হাতে মুখ ঢেকে কান্না আড়ালের বৃথা চেষ্টা করলেন। তবে ক্যামেরার লেন্স তার হাতের আঙুলের ফাঁকে কান্না ভেজা দুই চোখ খুঁজে নেয়।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে শুক্রবার রাতে সৌদি কিংস কাপের ফাইনালে আল নাসেরকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে রোনালদো গোল করেন ঠিকই। তবে আল নাস্রের শেষ দুটি শট ঠেকিয়ে আল হিলালের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন ৩৯ বছর বয়সী রোনালদো। তাকে সামলাতে এগিয়ে আসেন সতীর্থরা। এই মৌসুমে গোলের রেকর্ড গড়েছেন পর্তুগিজ এই মহাতারকা। কিন্তু দলকে কোনো ট্রফি এনে দিতে পারেননি তিনি।
ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যে আলেক্সান্ডার মিত্রোভিচের গোলে লিড নেয় আল হিলাল। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আল নাসের। শেষপর্যন্ত ৮৮ মিনিটে আল হিলালের জাল কাঁপান আইমান ইয়াহিয়া। ১-১ সমতায় ফেরে রোনালদোর দল। অতিরিক্ত সময়ে দুদলের কেউই গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকে।
টাইব্রেকারে ছিল বেশ নাটকীয়তা। উভয় দলই প্রথম শটে গোল করতে ব্যর্থ হয়। পরবর্তীতে উভয় দল চার শটে গোল করে। ষষ্ঠ শটে উভয় দল গোল করতে ব্যর্থ হলে সপ্তম শটের প্রয়োজন হয়। এবার আল হিলাল গোল করলেও আল নাসের ব্যর্থ হয়।