ঢাকা | বঙ্গাব্দ

ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিয়ে সরকার নিশ্চিত নয়।
  • | ০১ জুন, ২০২৪
ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিয়ে সরকার নিশ্চিত নয়। তার দেশত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।


আজ শনিবার (১ জুন) দুপুরে ঢাবির টিএসসিতে মাদরাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ীই বেনজীর আহমেদের বিচার হবে বলেও জানান তিনি।


এ সময় এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, এ হত্যার মূল তদন্ত ও বিচার করবে ভারত। দেশটি সম্পৃক্ত করতে চাইলে তদন্তে যোগ দেবে বাংলাদেশ।