বাংলাদেশের আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে খবর আসার পর রাত সাড়ে ১০টায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়করা।
মিছিলে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, মাজহারুল ইসলাম রাকিব, গণ অধিকারের কেন্দ্রীয় নেতা আব্দুজ জাহেরসহ আরো অনেকে।
মিছিল শেষে উপস্থিত ছাত্র সমাজের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে, মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে।
তিনি বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের ছাত্রসমাজ আজ আনন্দিত ও উল্লাসিত। আগামীকাল সকাল ১০টায় জেলা শহর মাইজদীর সুপার মার্কেটের সামনে থেকে নোয়াখালীর সর্বস্তরের ছাত্র সমাজকে নিয়ে আনন্দ মিছিল করা হবে।