ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তানে নৌকা ডুবে শিশুসহ নিহত ২০

আফগান মিডিয়ার মতে, কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা প্রায়ই স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহার করে গ্রাম এবং স্থানীয় বাজারের মধ্যে যাতায়াত করে।
  • | ০১ জুন, ২০২৪
আফগানিস্তানে নৌকা ডুবে শিশুসহ নিহত ২০ নৌকাডুবির কারণ তদন্ত করে দেখা হচ্ছে

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) স্থানীয় সময় সকাল ৭টায় মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার নদীতে ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক এক কর্মকর্তা জানিয়েছেন। খবর আলজাজিরা।

নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরায়েশি বাদলুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে জানিয়েছেন, গ্রামের বাসিন্দাদের তথ্যমতে নৌকাটিতে ২৫ জন ছিল। এ ঘটনায় পাঁচজন তাদের জীবন বাঁচাতে পেরেছেন।

নৌকাডুবির কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নানগারহার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা, দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্যদের খুঁজে বের করার অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

আফগান মিডিয়ার মতে, কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা প্রায়ই স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহার করে গ্রাম এবং স্থানীয় বাজারের মধ্যে যাতায়াত করে।