ঢাকা | বঙ্গাব্দ

এবার পদ্মার তীরে কৃষকের ঈদ আনন্দ

কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে।
  • | ০২ জুন, ২০২৪
এবার পদ্মার তীরে কৃষকের ঈদ আনন্দ সংগৃহীত

টেলিভিশনের জনপ্রিয় ঈদ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে শরীয়তপুর জেলার নড়িয়ায় সুরেশ্বর ঘাটে পদ্মার তীরে।


পদ্মার তীরকে বেছে নেওয়ার কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি টের পাচ্ছে নদীর তীরবর্তী কৃষকেরা। এ অঞ্চলের মানুষের অর্থনীতির মূল ভিত্তিই কৃষি। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে তাদের এখনই সচেতন করতে হবে। এ ছাড়া শরীয়তপুর জেলায় জন্মেছেন অনেক জ্ঞানী-গুণী। আমরা তাঁদের স্মৃতিচিহ্ন খুঁজেছি।’ 


কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে।