ঢাকা | বঙ্গাব্দ

ভারতের নির্বাচনে ইসরায়েলি প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ

ভারতে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী প্রচারণা চালিয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রতিষ্ঠান স্টয়িকের বিরুদ্ধে।
  • | ০২ জুন, ২০২৪
ভারতের নির্বাচনে ইসরায়েলি প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ ফাইল ছবি

ভারতে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী প্রচারণা চালিয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রতিষ্ঠান স্টয়িকের বিরুদ্ধে। 


ওপেনএআইয়ের এক তদন্তে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাপী জনমতে প্রভাব বিস্তার করার অংশ হিসেবেই স্টয়িক এই কার্যক্রম চালিয়েছে বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।


আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সহায়তায় আর্টিকেল এবং সোশ্যাল মিডিয়া কমেন্ট তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় স্টয়িক। কন্টেন্টগুলোতে ভারতের নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয় এবং বিজেপির বিপক্ষে ও কংগ্রেসের পক্ষে প্রচারণা চালানো হয়।


কার্যক্রমটি শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এটিকে বন্ধ করে দেয়া হয়। কার্যক্রমের অংশ হিসেবে এআইয়ের সহায়তায় ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়, যেগুলো দিয়ে ভুয়া কনটেন্টে কমেন্ট ও লাইক দেয়া হতো রিচ বাড়ানোর জন্য।


এই কার্যক্রমে গাজা সংকট, ইহুদী-মুসলিম সম্পর্ক সহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে কন্টেন্ট বানানো হয়। প্রচেষ্টা সত্ত্বেও যথেষ্ট সাড়া পড়েনি কার্যক্রমটিতে। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ইতোমধ্যে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে।


এ বিষয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীভ চন্দ্রশেখর বলেন, কিছু রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে প্রচারণায় নেমেছে। এটি আমাদের গণতন্ত্রের জন্য হুমকি। জড়িতদের উন্মোচন করা প্রয়োজন, তবে নির্বাচনের আগে এই কাজ করলে ভালো হতো।