বিশ্বকাপ আর এশিয়া কাপ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেট মাঠের লড়াই এখন আর দেখা যায় না। তাই তো এই দুই দলের ম্যাচে উন্মাদনা-উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। দুই দেশের ক্রিকেটঅন্তর্ভুক্তির পর থেকেই এমনটি হয়ে আসছে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। যে কারণে গ্রুপপর্বেই খেলা আছে দুই দলের। আগামী ( ৯ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে চরম উত্তেজনা থাকাটা স্বাভাবিক, তবুও এই ম্যাচে নিজেদের শান্ত রাখার কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি জানেন, এই ম্যাচ দেখার জন্য অনেক ভক্ত উৎসুক মনে অপেক্ষা করছেন। প্রিয় দলের কাছে ভালো কিছু আশা করছেন।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেশি উত্তেজনা অনুভব না করে খেলায় ও নিজেদের দক্ষতায় মনোযোগী হওয়াকেই যু্ক্তিযুক্ত বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক। বাবর আজম বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের দিকে পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ। স্বাভাবিকভাবেই নাড়ির চাপ থাকবে। তবে আমাদের মূল লক্ষ্যে অবিচল থাকতে হবে। মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে লেগে থাকতে হবে। সহজ ক্রিকেট খেলতে হবে। এটা সবসময় একটি চাপযুক্ত খেলা; আপনি যত বেশি শান্ত থাকবেন এবং দক্ষতা ও কঠোর পরিশ্রমে বিশ্বাস করবেন, তখন জিনিসগুলো সহজ হয়ে যাবে।
বিশ্বকাপের আশে পাকিস্তানের শেষ প্রস্তুতিটি ভালো হয়নি। ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরে এসেছে তারা। এরপর কোনো প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই আসরের মূল খেলা শুরু করবে বাবরের দল। তবে প্রস্তুতি তেমন ভালো না হলেও বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বাবর।
বাবর বলেন, ‘আমি খুশি এবং উত্তেজিত। কারণ আপনি যখন একটি বড় ইভেন্টে খেলতে যান, তখন আপনার মধ্যে আলাদা উত্তেজনা থাকে। বিশ্বকাপে খেলা যে কোনো ক্রিকেটারের লক্ষ্য। তাই এই ধরনের অনুভূতি আমার মধ্যেও আছে। ট্রফি জেতাটাই সবসময় আশা থাকবে। কিন্তু সেটা হতে হলে আমাদের সব দলের বিপক্ষেই সেরা ক্রিকেট খেলতে হবে।’
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে ম্যাচটি। এরপর ভারত, কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাবর আজমরা।