ঢাকা | বঙ্গাব্দ

রড বোঝাই ট্রলি উল্টে হেলপারের মৃত্যু

  • | ০৩ জুন, ২০২৪
রড বোঝাই ট্রলি উল্টে হেলপারের মৃত্যু উল্টে যাওয়া ট্রলি

জয়পুরহাটের আক্কেলপুরের নারিকেলি নামক স্থানে রড বোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে পিয়াস (১৮) নামে এক হেলপাড়ের মৃত্যু। গত রোববার (২ জুন) দুপুরে আক্কেলপুর উপজেলার নারিকেলি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।


নিহত পিয়াস (১৮) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল নগর গ্রামের মৃত উজ্জ্বলের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন বলেন, রোববার দুপুরে উপজেলার রায়কালী বাজা থেকে বদলগাছী উপজেলার খাদাইল বাজারে রড নিয়ে যাওয়ার সময় নারিকেলি- হারাডোবা সড়কে রড বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এসময় রডের নিচে চাপা পড়ে ট্রলির হেলপার পিয়াসের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 


আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।