সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে শাহবাগ থানাকে স্থানান্তর করে মিন্টো রোডের উল্টো পাশে সাকুরা রেস্টুরেন্টের পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ক সিদ্ধান্তে আজ সোমবার (৩ জুন) মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ থানা স্থানান্তরের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের সুবিধার্থে প্রকল্প এলাকার অভ্যন্তর থেকে শাহবাগ থানা সরানো জরুরি।
এরই পরিপ্রেক্ষিতে থানার জমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে হস্তান্তরে ও দক্ষিণ সিটি কর্তৃপক্ষকে শাহবাগ থানা স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে থানার জন্য জমি দিতে অনুরোধ করা হলে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ থানা স্থানান্তরের প্রস্তাব বাতিল করতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানায়। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়, যার সমাধান হলো আজ প্রধানমন্ত্রীর অনুমোদনের মধ্য দিয়ে।