আজ উদযাপিত হচ্ছে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের জন্মদিন। কুয়ালালামপুরের কামপুং বারুর একটি রেস্টুরেন্টে স্থানীয়দের সঙ্গে প্রাতঃরাশের মাধ্যমে জন্মদিন উদযাপন শুরু করেন রাজা।
সোমবার সুলতান ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‘নাসি লেমাক ওয়ানজো’ নামের একটি বিখ্যাত রেস্তোরাঁয় এক প্লেট নাসি লেমাক (ঐতিহ্যবাহী ভাত) ও এক গ্লাস তারিক (চা) পানের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। এছাড়া একটি ছবিতে তাকে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে কথা বলতে এবং ‘থাম্বস আপ’ দেখাতেও দেখা গেছে।
রাজার জন্মদিন উদযাপনের জন্য মালয়েশিয়ায় ৩ জুন সরকারি ছুটি থাকে।
জন্মদিনের সকালে একটি কালো রঙের মার্সিডিজ জি ক্লাস নিজেই ড্রাইভ করে রেস্তোরাঁয় প্রবেশ করেন সুলতান ইব্রাহিম। এরপর তিনি সেখানে উপস্থিত জনগণের সঙ্গে কিছু ছবি তোলেন।
অন্যদিকে, জন্মদিনে রাজাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আনুষ্ঠানিক জন্মদিন উদযাপনের প্রার্থনা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৩১ জানুয়ারি কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিয়েছেন সুলতান ইব্রাহিম।
গেল বছরের ২৭ অক্টোবর দেশটির রয়্যাল কাউন্সিল নতুন রাজা হিসেবে সুলতান ইব্রাহিমের নাম ঘোষণা করে। এরপর ৩১ জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি মালয়েশিয়ার বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহর স্থলাভিষিক্ত হন।
১৩টি রাজ্য ও ৩টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত মালয়েশিয়ায় বর্তমানে ৯টি রাজ পরিবার রয়েছে। চক্রাকারে প্রতি পাঁচ বছর পর পর প্রত্যেক রাজ পরিবারের প্রধান ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করা হয়। দেশটির রয়্যাল কাউন্সিল এই কাজ পরিচালনা করে।