ঢাকা | বঙ্গাব্দ

মার্চে ভারতের বিপক্ষে হামজার অভিষেক!

হামজার মতো ফুটবলারদের যোগ দেয়ার খবরে দেশের ফুটবলে আগ্রহ বাড়ছে পৃষ্ঠপোষকদের।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ জানুয়ারি, ২০২৫
মার্চে ভারতের বিপক্ষে হামজার অভিষেক! মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে হামজাকে খেলাতে তার ক্লাবের সঙ্গে আলোচনা করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

লমার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজাকে পেতে এ মাসেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির সঙ্গে আলোচনা করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। লাল সবুজের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা হামজা বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করে নেবে ফেডারেশন। হামজার মতো ফুটবলারদের যোগ দেয়ার খবরে দেশের ফুটবলে আগ্রহ বাড়ছে পৃষ্ঠপোষকদের। বাংলাদেশি বংশদ্ভূত আরো প্রবাসী ফুটবলার দলে ভেড়াতে ফেডারেশন কাজ করছে বলেও জানান তাবিথ আউয়াল।


বিদায়ী বছরের শেষটায় সবচেয়ে বড় সুখবর এসেছে দেশের ফুটবলে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে পাওয়ার কঠিন কাজটা সেরেছে ফেডারেশন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়ার আশা বাফুফের। ইপিএলের ব্যস্ততার মাঝে হামজাকে পাওয়ার প্রক্রিয়া সারতে এ মাসেই লেস্টার সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন সভাপতি তাবিথ আউয়াল।


বাফুফে সভাপতি বলেন, 'হামজা দেওয়ান চৌধুরী কিন্তু একটা ক্লাবের সঙ্গে চুক্তিতে আছে। আমরা কথা বলার আগে ক্লাবের অনুমতি নিয়ে কথা বলতে হবে। এটা প্রথম আনুষ্ঠানিকতা। এরপর আমরা সরাসরি খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে পারব। আমি আশাবাদী, বাকিটা ক্লাবের ওপর।'


হামজা যেন দেশের ফুটবলের হ্যামিলনের বাঁশিওয়ালা। তার লাল সবুজের জার্সিতে খেলার খবরের সঙ্গে সঙ্গে ফুটবলের ব্র্যান্ডভ্যালু বেড়েছে তরতর করে। দক্ষিণ এশিয়ার ফুটবলের বাজারে কদরও বেড়েছে লাল সবুজের। যার কল্যাণে এতোকিছু সেই হামজাকে নিয়ে পরিকল্পনাও আছে বাফুফের। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করতে চায় ফেডারেশন।


তাবিথ আউয়াল বলেন, 'হামজা দেওয়ান চৌধুরী ডেফিনিটলি একজন স্টার। ওর একার ব্র্যান্ড ভ্যালু আমাদের পুরো জাতীয় দলের চেয়েও বেশি। তার জন্য তো আমাদের কিছু একটা করা উচিত। তার জন্য বাংলাদেশের সুনাম এতো বেড়ে যাচ্ছে, সে যেন তার মর্যাদাটা পায়।'


হামজার মতো বাফুফের রাডারে আছেন আরো কয়েকজন বাংলাদেশি বংশদ্ভুত প্রবাসী ফুটবলার। তাদের বিষয়েও ইতিবাচক বাফুফে। বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা বাংলার রেমিট্যান্স যোদ্ধাদের মতো এই প্রবাসী ফুটবলাররাও আন্তর্জাতিক মঞ্চে সুনামের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ফুটবলে অবদান রাখতে পারবেন বলে আশা বাফুফে সভাপতির, 'প্রবাসীরা আরও কীভাবে বাংলাদেশের সঙ্গে...রেমিট্যান্স ছাড়াও আর কীভাবে অবদান রাখতে পারে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলবে, এর চেয়ে বেটার অবদান আর কী রাখতে পারে! এতে আমাদের তরুণ খেলোয়াড়দের অ্যাটিটিউডে পজিটিভ চেঞ্জ আসবে এবার হামজা চৌধুরী এবং তার মতো আরও প্রবাসই খেলোয়াড়রা খেলার পর থেকে।'


হামজার মতো ফুটবলাররা আসায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে দেশের ফুটবলে।


thebgbd.com/NIT