সবার বাড়তি নজর ছিলো ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের উপর। ফরাসি এই তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেবেন সেটি এক প্রকার নিশ্চিত ছিলো। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ছিলো ফুটবলদুনিয়া।
চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দ কাটতেই না কাটতেই বড় সুখবর পেল মাদ্রিদ সমর্থকরা। সময়ের অন্যতম সেরা এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে রিয়াল মাদ্রিদ। এক প্রতিবেদনে গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।
ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমবাপ্পের চুক্তির বিষয়টি নিশ্চিত করে লেখেন,
চুক্তি সম্পন্ন হওয়ায় কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদে যোগ দিচ্ছেন। আগামী সপ্তাহে স্প্যানিশ ক্লাবটি নিজেদের নতুন সাইনিং হিসেবে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেবে। চুক্তির প্রতিটি ধাপ পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে।
এর আগেও এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উঠেছিলো। তবে সেবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ক্লাবের অনুরোধে পিএসজিতেই থেকেই গিয়েছিলেন তিনি। তবে এবার এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিতই।
অন্ততপক্ষে গার্ডিয়ান এবং বিখ্যাত ক্রীড়া সাংবাদিক রোমানো সেটিই বলছে।