ভারতে লোকসভা নির্বাচনের চলছে ভোটগণনা। ‘আর্লি ট্রেন্ড’ বলছে, এগিয়ে রয়েছে এনডিএ জোট। খুব একটা পিছিয়ে নেই বিরোধীদের ‘ইনডিয়া’ জোট। টক্কর চলছে সমানে-সমানে। তবে বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে দেশে ফের একবার গেরুয়া ঝড় উঠবে। তাই দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে কেজি কেজি লাড্ডু, হরেক রকমের মিষ্টি।
সোমবার থেকেই বিভিন্ন রাজ্যের মিষ্টির দোকানে তোড়জোড় শুরু হয়েছে। তৈরি হচ্ছে কেজি কেজি লাড্ডু। যেমন- রাজস্থানের একটি মিষ্টির দোকানকে সোমবার ১১শ কেজি লাড্ডুর অর্ডার দেওয়া হয়েছে। অন্যদিকে, ভোটগণনা শেষে জয় উদযাপন করার জন্য ২০১ কেজি লাড্ডু বিলি করার প্রস্তুতি নিচ্ছেন ছত্তিশগড়ের রায়পুরের বিজেপি কর্মীরা। যার মধ্যে রয়েছে বেসন, বুন্দি, চকোলেট, নারকেল-সহ এগারো রকমের লাড্ডু। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত তারা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করাবেন।
এদিকে, ভোটগণনা শুরু হতেই বিজেপির বিভিন্ন সদর দপ্তরে ভাজা হচ্ছে গরম গরম পুরি। সঙ্গে রয়েছে মিষ্টি।
অন্যদিকে, লোকসভা নির্বাচনের ফল গণনা শুরু হতেই বড়সড় ধস হয়েছে শেয়ার বাজারে। গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। বাজার খুলতেই ২ হাজার পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক।