ভারতের লোকসভা নির্বাচনে ভোটগণনা চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে ৩১টিতেই বিপুল ভোটে এগিয়ে রয়েছে দলটি।
এরই মধ্যে উৎসবে মেতেছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বাতাসে উড়ছে সবুজ আবির, বাজছে শঙ্খ। গান ও নাচে উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চলছে উল্লাস।
৪২টি আসনের মধ্যে অধিকাংশতেই এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের এগিয়ে থাকা আসনের সংখ্যা মাত্র ডাবল ডিজিট পেরিয়েছে। বামেদের খাতা এখনও শূন্য। কংগ্রেস আপাতত এগিয়ে রয়েছে একটি আসনে।
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় সব কয়েকটি বুথফেরত সমীক্ষায়ই বিজেপিকে এগিয়ে রাখা হয়। অন্যদিকে, রাজ্যের শাসকদল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে ২০১৯ সালের চেয়েও ভালো ফল করবে তৃণমূল।