৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় আগামী বুধবার (৫ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ২ উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জুন) দুপুর ২টা থেকে সরঞ্জাম পাঠানো শুরু হয়।
প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন।
এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন। নির্বাচনের ব্যালট পেপার বুধবার ভোরে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বোয়ালমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৭ হাজার ১৮৮ জন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছে ৯৯ হাজার ৫৬৫ জন।