নির্বাচনের আগে ভারতের পার্লামেন্ট লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এককভাবে ৩৭০টি এবং জোটগতভাবে ৪ শতাধিক আসনে জয়ের ঘোষণা দেয় বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির হাইকমান্ড এবং বিজেপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোট এনডিএ’র স্লোগান ছিল— ‘আব কি বার, ৪০০ পার’, অর্থাৎ ‘এবার আমরা চারশ ছাড়িয়ে যাব’।
তবে নির্বাচনের ফলাফলে সেই স্লোগানের কোনো তাৎপর্য বা ইঙ্গিত মিলছে না। ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রায় দেড় মাস সাত ধাপে যে ভোটগ্রহণ চলল ভারতজুড়ে, আজ বুধবার তার ফলাফল জানাচ্ছে দেশটির নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ফলাফলে দেখা গেছে বিজেপি একক ভাবে এগিয়ে আছে ২৪২টি এবং জোটগতভাবে সুবিধানজনক জায়গায় রয়েছে ২৯৭টি আসনে।
অর্থাৎ, নির্বাচনের আগে যা ঘোষণা দিয়েছে দলটি, সেখান থেকে এখনও অনেকখানি পিছিয়ে আছে বিজেপি এবং তার জোট এনডিএ। একই সঙ্গে বিভিন্ন রাজ্যে কংগ্রেস এবং তার জোট ‘ইনডিয়া’ যে গতিতে এগোচ্ছে, তাতে বিজেপির পক্ষে সেই লক্ষ্য পূরণ এখন অত্যন্ত কঠিন বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
অথচ ২০১৯ সালের নির্বাচনে এই চিত্র সম্পূর্ণ ভিন্ন ছিল। যেখানে ভারতে সরকার গঠন করতে হলে পার্লামেন্টে ২৭২টি আসনে জিতলেই চলে, সেখানে বিজেপি এককভাবেই জয়ী হয়েছিল ৩০৩টি আসনে; আর জোটগত ভাবে পায় ৩৫২টি আসন। সেবার মোট ভোটের ৬৫ দশমিক শতাংশ পড়ে বিজেপি-এনডিএ’র ঝুলিতে।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিজেপি-এনডিএ জোট পেয়েছে ৪৬ শতাংশ আসন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের হার কিছু বাড়তে পারে, তবে তা গতবারের মতো ৬৫ শতাংশ পার করতে পারবে না বলেই মনে করছেন ভারতের অধিকাংশ রাজনীতি বিশ্লেষক।
ফলে এবারের ভোটের আগে বিজেপি-এনডিএ জোটের যে দুই স্লোগান ছিল— ‘টার্গেট ৩৭০’ এবং ‘আব কি বার, ৪০০ পার’ তা ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র : ইন্ডিয়া টুডে