মানুষ ওদের (বিজেপি) মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘আমি খুশি নরেন্দ্র মোদি হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওঁর অবিলম্বে উচিত পদত্যাগ করা।’
মঙ্গলবার (৪ জুন) কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা কম চেষ্টা করেনি। বিধায়কদের অর্থ দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু করতে পারেনি। উল্টে যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল, সেখানেই হেরে গিয়েছে।’
বদলা নেবেন জানিয়ে তিনি বলেন, ‘কাঁথির আসন আমরাই জিতেছি। কিন্তু বিজেপির হয়ে কাজ করা পর্যেবক্ষকরা প্রশংসাপত্র আটকে রেখেছে। পর্যবেক্ষককে কাজে লাগিয়ে, এসব করে বেড়াচ্ছে বিজেপি। ছেড়ে দেব না। রাজনৈতিক বদলা নেব। দরকারে পুনর্গণনা হবে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাহুলকেও অভিনন্দন জানিয়েছি, কিন্তু ওরা এখনও জবাব দেয়নি। সে ওরা যা করে করুক। যোগাযোগ না করলে কোনও অসুবিধা নেই।’
মমতা বলেন, ‘এই জয় মানুষের জয়, বিরোধী জোটের জয়। আমার সমস্ত ‘ইনডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যারা আছেন। যারা আমাদের সঙ্গে জুড়তে চান। তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’
এর আগে, লোকসভা ভোটের প্রচারে প্রতিটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেন, ‘ওরা বলছে ৪০০ পার করবে। আগে ৩০০ পেরিয়ে দেখা। তবে বুঝব।’
মমতার সে কথা শুনে পাল্টা কটাক্ষ করতো বিজেপি। অবশেষে ভোট গণনা থেকে আভাস পাওয়া যায় যে, বিজেপি ৩০০ পার করতে পারবে না। আপাতত ২৪০ এর ঘরেই থামছে বিজেপি।
সূত্র: আনন্দবাজার