ঢাকা | বঙ্গাব্দ

দিল্লিতে ১টি আসনও পেলো না কেজরিওয়াল

দিল্লিতে ৪-৩ সমীকরণে আসন সমঝোতা হয় আপ এবং কংগ্রেসের মধ্যে। শেষমেশ কংগ্রেসকে ৩টি আসন দেয় আপ। আপ লড়ে ৪টি আসনে। কিন্তু ৭টি আসনই জিতে নিল বিজেপি।
  • | ০৪ জুন, ২০২৪
দিল্লিতে ১টি আসনও পেলো না কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের হুংকার কাজে এলো না। ৭ আসনের ৭টিতেই জিতে বিজেপির ঝাণ্ডা উড়ল দিল্লিতে। দেশজুড়ে যেখানে গেরুয়া ঝড় ‘স্তিমিত’, সেখানে দিল্লিতে আবারও ৭টি আসনই জিতে নিল বিজেপি।

তবে ভোটের হিসাব ২০১৯ সালের লোকসভার নির্বাচনের তুলনায় কমেছে বিজেপির। এবার তাদের প্রাপ্ত ভোটের হার ৫৪ শতাংশেরও বেশি। যেখানে ২০১৯ সালে তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ৫৬.৯ শতাংশ। দেশের বেশির ভাগ রাজ্যে ‘ইনডিয়া’ ভালো ফল বয়ে আনলেও দিল্লিতে জয় ছিনিয়ে নিয়ে আসতে পারেনি।

এবার দিল্লিতে ৪-৩ সমীকরণে আসন সমঝোতা হয় আপ এবং কংগ্রেসের মধ্যে। শেষমেশ কংগ্রেসকে ৩টি আসন দেয় আপ। আপ লড়ে ৪টি আসনে। কিন্তু ফলাফলে দেখা গেল আপ এবং কংগ্রেস কেউই জিততে পারেনি দিল্লিতে। ৭ আসনেই জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি।