ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল অনেকটাই স্পষ্ট। পশ্চিমবঙ্গের ২৯টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে— তৃণমূল কংগ্রেস প্রার্থীরা হয়তো জিতেছেন, না হয় এগিয়ে আছেন। রাজ্যটিতে নির্বাচনে অংশ নেওয়া তারকা প্রার্থীদের কে, কোথায় কে কেমন ফল করছেন?
তারকাদের মধ্যে ঘাটাল কেন্দ্র থেকে পুনরায় জয়ী হয়েছেন দেব। তিনি হিরণ চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন। তারপরই কর্মীদের সঙ্গে হলি খেলায় মেতে ওঠেন।
প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার বন্ধু তথা সহকর্মী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে এদিন তিনি হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।
যাদবপুরে লোকসভা কেন্দ্রেও সৃজন ভট্টাচার্য এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায় পরাজিত হয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সায়নী ঘোষ।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ী হন।
শতাব্দী রায়ও এদিন বিজয়ী হয়েছেন। বীরভূমে তিনি প্রায় ২ লাখ ভোটের মার্জিনে জিতেছেন।
চমকে দিয়ে এবার বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। অন্যদিকে আসানসোল থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা।