ঢাকা | বঙ্গাব্দ

সংস্কার না হলে বছরে ৫০ লাখ কোটি রাজস্ব হারাবে বাংলাদেশ: পিআরআই

রাজস্ব আদায় বৃদ্ধি ও কর্মপরিকল্পনা বিষয়ে এক আলোচনায় এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই।
  • | ৩০ এপ্রিল, ২০২৪
সংস্কার না হলে বছরে ৫০ লাখ কোটি রাজস্ব হারাবে বাংলাদেশ: পিআরআই রাজস্ব আয়

ব্যাপক সংস্কার করা না হলে ২০৪১ সাল নাগাদ বছরে ৫০ লাখ কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই। 


জ মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে রাজস্ব আদায় বৃদ্ধি ও কর্মপরিকল্পনা বিষয়ে এক আলোচনায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।


তিনি বলেন, সংস্কারমূলক পদক্ষেপ ও বাস্তবায়নের পাশাপাশি কিছু খাতে কর-ছাড় পর্যায়ক্রমে বাদ দেয়া হলে আগামী চার বছরে ৬০ হাজার কোটি টাকা রাজস্ব বাড়ানো সম্ভব।


করছাড় তুলে দেয়ার বিষয়ে একমত জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানও।


এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেন, দেশীয় শিল্পের বিকাশে কাজ করছে এনবিআর।


এজন্য শিল্পের কাচামাল আমদানিতে শুল্কহার ধীরে ধীরে আরো কমানো হবে। তবে রাজস্ব আদায় বাড়াতে সকলের সহায়তা ও উৎসাহ চেয়েছেন এনবিআর চেয়ারম্যান।