প্রচারে বেরিয়ে বলেছেন বিজেপির আঘাতের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। নিজে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে বিপুল ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ পর্যন্ত বিজেপির সিআর পাতিলের রেকর্ড গুঁড়িয়ে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানে একটি নজির গড়লেন তিনি। ৭ লাখ ১০ হাজার ৯৩০ ভোটে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে জিতে এ বার হ্যাটট্রিক করলেন তৃণমূলের এই সেনাপতি।
আর সেই চোখ ধাঁধানো ফলের পরেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন ‘ইনডিয়া’ জোটে তার দলের পক্ষে দূত হবেন ভ্রাতুষ্পুত্র অভিষেকই।
লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু থেকেই বাংলায় তৃণমূলের জয়জয়কারের শুরু। বিভিন্ন ভোটফেরত সমীক্ষাকে ফুৎকারে উড়িয়ে রাজ্যে ৪২ আসনের মধ্যে ২৯টি আসনে জয় পেয়েছে মমতা-অভিষেকের দল। এক একটি আসনে তৃণমূল প্রার্থীদের জয়ের মার্জিনও চোখ ধাঁধানো।
দলের ‘সেনাপতি’ সেদিক থেকে নেতৃত্বের ভূমিকা নিয়েছেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেখানে এবার রেকর্ড গড়েছেন তিনি।
ভোটের সার্বিক ফল দেখে মঙ্গলবার সন্ধ্যায় অভিষেককে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মমতা। সেখানে ‘সেনাপতি’র ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ‘এই জয় মানুষের জয়। বিরোধী জোট ‘ইনডিয়া’র জয়। আমার সমস্ত ‘ইনডিয়া’র সঙ্গীকে সমর্থন জানাচ্ছি। যারা আছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি।’
মমতা আরও বলেন, ‘অভিষেক ৭ লাখেরও বেশি ভোটে জিতেছে। গোটা দেশে রেকর্ড করেছে। ওকে দেখে দিল্লির শেখা উচিত, শুধু রিগিং করে ভোট হয় না। ওকে আপনারা সবাই অভিনন্দন জানান।’
এরপরই মমতা জানিয়ে দেন বুধবার দিল্লিতে যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক হবে, সেই ‘ইনডিয়া’র আলোচনায় তিনি নন, তৃণমূলের পক্ষে থাকবেন অভিষেক।
এদিকে নিজের এবং দলের জয়ের পর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অভিষেক লেখেন, ‘যারা বাংলার শক্তি এবং সহনশীলতা নিয়ে সন্দেহ করার সাহস করেছেন, যারা হাইকোর্ট, মিডিয়া, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর মাধ্যমে আমাদের দমন করতে চেয়েছেন এবং সাধারণ মানুষের শক্তির অবমূল্যায়ন করেছেন, আজকের রাত তাদের জন্য একটা দুর্দান্ত প্রতিক্রিয়া হিসাবে কাজ করবে।’
শেষে তিনি লেখেন, ‘জয় বাংলা।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্যে এর আগে আরামবাগ লোকসভা আসন থেকে ৫ লাখ ৯২ হাজার ভোটে জিতে রেকর্ড গড়েন সিপিএমের অনিল বসু। ২০০৪ সালে তার ওই বিপুল জয় নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল।
তবে ভারতের মধ্যে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থী প্রীতম মুন্ডে। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬ লাখ ৯৬ হাজার ভোটে হারান তিনি। তবে লোকসভা উপ-নির্বাচনে জয়ী হওয়ায়া তার ওই ব্যবধানকে রেকর্ড হিসাবে ধরা হয় না।
আর গত লোকসভা ভোটে গুজরাটের নবসারি লোকসভা আসন থেকে ৬ লাখ ৮৯ হাজার ৬৮৮ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী সিআর পাতিল। সেই ব্যবধানকেও ছাপিয়ে ডায়মন্ড হারবার থেকে ৭ লাখেরও বেশি ভোটে জিতলেন অভিষেক।