বেশকিছু দিন ধরেই খবরের শিরোনামে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা। সেই ঘটনার প্রেক্ষিতেই পাওয়া গেল এবার বড় এক আপডেট। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই মামলার পঞ্চম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৭ মে) মোহাম্মদ চৌধুরীকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে।
খুব শিগগিরই তাকে আদালতে তোলা হবে। এই নিয়ে সালমানের বাড়ির সামনে গুলিকাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে আরো চার জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। যাদের ভেতর অনুজ থাপন নামক একজন পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যা করে মারা যান বলে দাবি মুম্বাই পুলিশের।
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ একটি বিবৃতিতে বলেন গ্রেপ্তার এবং মুম্বাইয়ে আনার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তার মোহাম্মদ চৌধুরীর রিমান্ড চাওয়া হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।
গত ১৪ এপ্রিল সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশের দাবি, মোহাম্মদ চৌধুরী সে সময় ওই দলে ছিলেন। সেই সঙ্গে তিনি বন্দুকবাজদের অর্থের জোগান দিয়েছিলেন এমনকি সালমানের বাড়িতে রেকি করার দিনও এই ব্যক্তি বাকিদের সঙ্গে ছিলেন।
গুলিকাণ্ডের পর থেকেই কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সালমান। সর্বক্ষণই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি।
উদ্বেগে সালমানের পরিবার-সহ তার অনুরাগীরাও। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকিভাবে থাকতে শুরুও করেছেন তিনি।-এনডিটিভি