ঢাকা | বঙ্গাব্দ

গত বিশ্বকাপে হয়তো দলে থাকতে পারতাম: মাহমুদউল্লাহ রিয়াদ

  • | ০৫ জুন, ২০২৪
গত বিশ্বকাপে হয়তো দলে থাকতে পারতাম: মাহমুদউল্লাহ রিয়াদ ফাইল ছবি

শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম তম আসর। বাংলাদেশ দল এখনও মাঠে লড়াইয়ে নামেনি । তবে এবার ভালো কিছু করার অপেক্ষায় শান্তর বাহিনী। দলে রয়েছে অভিজ্ঞ সব ক্রিকেটার।


সাকিব তো এখন পর্যন্ত সকল টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। শুধু সাকিব নয়, বাংলাদেশ থেকে আরও একজন ক্রিকেটারের সকল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল। তিনি হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত বিশ্বকাপে না থাকা নিয়ে আক্ষেপ নেই রিয়াদের। তবে তিনি মনে করেন, সেই বিশ্বকাপে দলে থাকতে পারতেন।


সাকিব আল হাসানের নেতৃত্বে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশ। দীর্ঘদিন পরে হলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই দিনের স্মৃতিচারণ করলেন তিনি। 


বিসিবির প্রকাশিত ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে মাহমুদউল্লাহ বলেন, '২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি ছিলাম না, খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল, দলে হয়তো থাকতে পারতাম, কিন্তু হয়নি।


মাহমুদউল্লাহ রিয়াদ আরও জানান, ওটার জন্য আমার কোনো কষ্টও (এখন) নেই। আমি সব সময়ই আলহামদুলিল্লাহ, যেটা বলি দলের জন্য যতটুকুই আমি করতে পারি। আমি আমার সর্বোচ্চটাই সব সময় নিংড়ে দিই।


আগামী ৮ জুন লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ভালো কিছু করার আশায় রয়েছেন মাহমুদউল্লাহ।


তিনি বলেন, ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। দলের লক্ষ্য যদি অর্জন হয়, ওটাতেই অনেক খুশি। সুযোগ তো সব সময়ই থাকে। চেষ্টায়ও আমাদের কোনো কমতি থাকে না। ইনশা আল্লাহ, হয়তো এবার আমরা ভালো কিছু করব।


এদিকে ট্রফি জয় নিয়ে রিয়াদ বলেন, ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। এখন সামনে আরও একটি সুযোগ। সমর্থন আছে ইনশা আল্লাহ, যা যা করা সম্ভব আমরা করবো।


দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন ৩৮ বছর বয়সী রিয়াদ। ক্যারিয়ারে দেখেছেন অনেক উত্থান-পতন।


এ নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘উত্থান-পতন তো আমার ক্যারিয়ারে কমবেশি ছিলই। আমি সব সময়ই আল্লাহর ওপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সব সময় যা কিছু বলার আমি বলি। আমি সব সময়ই বিশ্বাস করি, আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুরই একটি শিক্ষণীয় বিষয় থাকে—এটাই আমি বিশ্বাস করি।’