ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় রংপুর বিভাগের ২১টি উপজেলায় ভোট হয়। এ নির্বাচনে জয়ী ৬৩ জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন। স্ব-স্ব উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান তিনি।
এসময় রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি রংপুর রেঞ্জ রশিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
এর আগে, গত২১ মে রংপুর বিভাগের ২১টি উপজেলায় এবারের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২১ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২১ জনসহ মোট ৬৩ জন প্রতিনিধি নির্বাচিত হয়।