শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনা সহজীকরণের জন্য সরকার একটি সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে আমরা এখন ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে অনলাইনে খাজনা প্রদান, ই-নাম জারির আবেদন ও ভূমির অবস্থানসহ ভূমি সংক্রান্তে সব ধরনের সেবা গ্রহণ করছি।
শনিবার (৮ জুন) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজিত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুরুতে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও শেষে মেলার স্টল পরিদর্শন করেন মন্ত্রী। ভূমিসেবা সপ্তাহের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক’। আগামী শুক্রবার (১৪ জুন) ভূমিসেবা সপ্তাহ শেষ হবে। ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ও নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই ডিজিটাল বাংলাদেশের একটি অন্যতম প্রাপ্তি হচ্ছে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন। দীর্ঘ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে ল্যান্ড রেকর্ডকে ধীরে ধীরে ডিজিটালাইজেশনের একটি পর্যায়ে নিয়ে আসা হয়েছে।
নওফেল আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা দুর্নীতি ও হয়রানিমুক্তভাবে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি অন্যতম ক্ষেত্র। নাগরিকগণ ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ সকল ধরণের খতিয়ান বা পর্চা সম্পর্কে জানতে পারছে।
ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক আকারে প্রচার-প্রচারণা লক্ষ্যে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহের আয়োজন, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনার জন্য শুধু আইনজীবী নয়, পেশাজীবীও প্রয়োজন। দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠা করা এবং ভূমিসেবা সম্পর্কে অবহিতকরণের ম্যাধ্যমে স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। পিতা-মাতা ও পরিবার পরিজন নিয়ে নিজেদেরকে নিরাপদে থাকার জন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান অর্জনের আহবান জানান শিক্ষা মন্ত্রী।