কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
শিকাগোর সলিডার ফিল্ডে সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় ভোরে ম্যাচটি মাঠে গড়ায়। আলবিসেলেস্তেদের শতকরা ৬৪.৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রাখে।
আর্জেন্টিনার ১১টি শটের বিপরীতে ইকুয়েডর ৫টির বেশি নিতে পারেনি। লক্ষ্য বরাবর কোপা ও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা চারটি শট নেয়। এক্ষেত্রে তাদের প্রতিপক্ষের সংখ্যাটি শূন্য।
৩৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলের দেখা মেলে। ক্রিস্টিয়ান রোমেরোর অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে নিশানাভেদ করেন আনহেল ডি মারিয়া।
গুয়াতেমালার বিপক্ষে শুক্রবার (১৪ জুন) আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে আকাশী-নীলদের শুরু হবে কোপা আমেরিকা অভিযান।