আসন্ন কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘ময়ূরাক্ষী’ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলছেন চিত্রনায়িকা সিমলার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এরই মধ্যে টিজারে তেমনই ইঙ্গিত পাওয়া যায়।
এ বিষয়ে সিমলাও ব্যবস্থা নিবেন বলে জানান গণমাধ্যমকে। তিনি বলেন, ‘আমি ছবিটি দেখে এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবো। সময় হলেই দেখতে পারবেন আমি কী করতে পারি। সব তথ্য প্রমাণ আমি জোগার করে রাখছি।’
সিনেমা মুক্তির পর সিনেমাটি দেখে সিমলা কী ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, ‘আমি সিমলা আপাকে বলব আসুন আপনি সিনেমাটি দেখুন। এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যেকোনো ব্যবস্থা নিবেন আমরা তার জন্য প্রস্তুত আছি।’
২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে নারায়ণগঞ্জের প্রবাস ফেরত যুবক পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ৬ নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পরেই ‘হতাশা’ থেকে বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ।
বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের ‘ইমার্জেন্সি ডোর’ দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করে আনা হয়। পরে আট মিনিটের এক কমান্ডো অভিযানে পলাশ আহমেদ নিহত হন।
এদিকে ময়ূরাক্ষীর সিনেমার গল্পও বিমান ছিনতাই ও একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে। তাহলে সত্যিই কি সিমলার জীবনের গল্প নিয়েই ময়ূরাক্ষী তৈরি হয়েছে? আর কিছুদিনের মধ্যে জানা যাবে।
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল, কস্তূরী চৌধুরী।