আবারো পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে যাচ্ছে রাশিয়া। তবে এবার একক ভাবে নয়, পাশের দেশ বেলারুশের সঙ্গে যৌথভাবে এ মহড়া চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রুশ সশস্ত্র বাহিনী।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তে দুই দেশের সেনাবাহিনীকে পারমানবিক অস্ত্রের প্রশিক্ষণ দিতে এ মহড়ার আয়োজন করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়া এবং বেলারুশের
স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পারমানবিক অস্ত্র ব্যবহারে
পিছপা হবে না দেশটি।
সাম্প্রতিক সময়ের হিসাবে এটা হবে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের দ্বিতীয় মহড়া। এর আগে মার্কিন হামলার হুমকির পর পারমানবিক অস্ত্রের মহড়া চালিয়ে ছিল রাশিয়া।
সম্প্রতি মার্কিন ও ইউরোপীয়দের অত্যাধুনিক অস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলা শুরু করেছে ইউক্রেন। এ ঘটনার পরই পুতিন বেলারুশকে সঙ্গে নিয়ে পারমাণবিক অস্ত্রের এ মহড়া শুরু করার নির্দেশ দেন।